মিয়ানমারের নৌ জাহাজে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

Passenger Voice    |    ০৫:০০ পিএম, ২০২৪-০৪-২৩


মিয়ানমারের নৌ জাহাজে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তাদের বহনকারী মিয়ানমারের নৌ জাহাজ চিন ডুইন দেশটির সিতোয়ে বন্দর ত্যাগ করে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে জাহাজটি কক্সবাজার আসছে।

আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হবে। 

এদের মধ্যে কক্সবাজারের ১২৯ জন, বান্দরবানের ৩০ জন, রাঙামাটির ৭ জন এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন। 

জানা যায়, ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মিয়ানমারের জাহাজটির বাংলাদেশ সফরের খবর পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। এরপর মিয়ানমারের বিভিন্ন কারাগারে অবস্থান করা ১৪৪ জনকে সিতোয়ে কারাগারে নেওয়া হয়।

তাদের সবার কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা করা হয়েছে। পাশাপাশি আরো ২৯ জন বাংলাদেশির সাজা মওকুফ করে মিয়ানমারের নৌ জাহাজ করে সবাইকে একসঙ্গে বাংলাদেশে পাঠানো হয়।